Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজিরপুরে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৫ পিএম

বরিশালের উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে একটি সিলিং ফ্যান খুলে পড়ে মোঃ তাওহিদুল ইসলাম (১৬) ও রস্মি ইসলাম কনা (১৬) নামের দশম শ্রেনীর দুই শিক্ষার্থী আহত হয়েছে। এসময় শ্রেণী কক্ষে ইংরেজী পাঠদান চলছিল। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ইংরেজী ক্লাস চলাকালে ছাদের সাথে ঝুলানো একটি সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীও মাথায় পড়লে তারা মাথা ও মুখমন্ডলে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরে।
সহপাঠী ও শিক্ষক মন্ডলী মিলে আহত দুই শিক্ষার্থীকে তাদের দ্রুত স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঠিকাদার ফ্যানটি লাগিয়ে দিয়ে যাবার পর কখনো গোলযোগ দেখা যায়নি। ফলে ইলেকট্রিশিয়ানও কখনো ফ্যানটির কাছে যায়নি। কিন্তু ছাদের সাথে থাকা ফ্যান ঝোলানোর হুকটিতে মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ায় ফ্যানটি খুলে নিচে পড়ে গেছে। এতে দুই শিক্ষার্থী আহত হলেও অবস্থা গুরুতর নয় বলে জানিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে বলেও জানান তিনি। বিষয়টি পত্রিকায় লেখার মত কোন সংবাদ নয় বলেও জানান প্রধান শিক্ষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ