পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : আগামী কাল বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে নতুন নোট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন চলাকালে এই নোট সংগ্রহ করা যাবে। বিনিময় চলবে ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কাউন্টারসহ বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে নতুন নোট বদলে নেয়া যাবে। একজন গ্রাহক একবারে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার বান্ডেলের একটি প্যাকেটে মোট আট হাজার ৭০০ টাকা বদলে নিতে পারবে। রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনটি কাউন্টার থেকে নতুন নোট বদলে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তি নোট ছাড়ার পর থেকে ঈদের আগের শেষ কর্মদিবস পর্যন্ত মাত্র দুইবার নতুন নোট বদলে নিতে পারবে। আর এই ব্যবস্থাটি নিয়ন্ত্রণের জন্য গতবারের মতো এবারও আঙুলের ছাপ প্রযুক্তি ব্যবহার করবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ঈদের সময় জনসাধারণের চাহিদা বিবেচনায় প্রতি ঈদেই নতুন নোট বাজারে ছাড়া হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাশ কাউন্টার ও ১৯টি বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কাউন্টারের মাধ্যমে নতুন টাকা বিনিময় হবে। তবে একজন ব্যক্তি যাতে দুইবারের বেশি নতুন নোট নিতে না পারে সে জন্য এবারও আঙুলের ছাপ প্রযুক্তি ব্যবহার করা হবে। ঢাকার বাইরে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিসে বিশেষ কাউন্টার খোলা হবে। এসব শহরের নির্দিষ্ট কিছু বাণিজ্যিক ব্যাংকেও একই রকম ব্যবস্থা থাকবে। রাজধানীর ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় বিশেষ কাউন্টারে নতুন নোট পাওয়া যাবে। শাখাগুলো হলো- সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, জনতা ব্যাংকের আবদুল গনি রোড কর্পোরেট শাখা ও নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্যাংক এশিয়ার ধানমÐি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, দ্য সিটি ব্যাংকের মিরপুর শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা, এসআইবিএলের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা এবং মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।