পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের প্রাপ্য নগদ লভ্যাংশ সরাসরি তাদের কাছে না পাঠিয়ে সংশিষ্ট ব্রোকারেজ হাউসে পাঠানো সংক্রান্ত বিএসইসির নির্দেশনা এক রিটের বিপরীতে স্থগিত করেছে উচ্চ আদালত। এর বিপরীতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির করা আপীলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মার্জিনধারীদের নগদ লভ্যাংশ ব্রোকারেজ হাউসে পাঠানোর স্থগিতাদেশ বাতিল করেছেন।
রোববার উচ্চ আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে এ স্থগিতাদেশ বতিল করা হয়। এতে মার্জিন ঋণধারীদের নগদ সংশিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে পাঠানোর জন্য আর কোন বাধা থাকল না। এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান বলেন, মার্জিন ঋণধারীদের নগদ লভ্যাংশ সংশিষ্ট ব্রোকারেজ হাউসে পাঠানোর নির্দেশের ওপর স্থগিতাদেশ উচ্চ আদালত বাতিল করেছে। তবে এখনও আমাদের হাতে এ সম্পর্কিত
কাগজপত্র আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।