প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন গান-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ইমরান মাহমুদুল। তার এবারের আয়োজনটি অন্য যে কোনও গানের চেয়ে একটু বেশি আবেগি। গানটির শিরোনাম ‘ভুলে যেতে শিখিনি’। ফেসবুকে গান-ভিডিওটির একটি টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি। এতে প্রেমিকার প্রতি ইমরানের আবেগ ঝরে পড়েছে। যেখানে চোখবুজে তিনি গাইছেন কতোদিন হলো তোমার সাথে কোনও দেখা নেই, অল্পতেই দু’গাল ভিজে যায় তোমাকে ভাবতেই...। টিজারটি এরমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিায়। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন ইয়াসিন হোসাইন নেরু। কণ্ঠের পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটির কথা-সুর ধরে এর আবেগমাখা ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি প্রকাশিত হয়েছে সিএমভি’র ব্যানারে। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারই প্রথম ইমরানের কোনও গান-ভিডিও তারা প্রকাশ করতে যাচ্ছে একইসঙ্গে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। তাদের ধারনা, ইমরানের এই গানটি বছরের অন্যতম বিরহের গান হিসেবে স্বীকৃতি পাবে শ্রোতা-দর্শকদের কাছে। ইমরান বলেন, ‘আমি বরাবরই বেশ আয়োজন করে, গল্পনির্ভর জাঁকজমকপূর্ণ মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। তবে এবার পুরো উল্টো পথে গেলাম। একেবারে সাদামাটা আয়োজনে ভিডিওটি করলাম। কারণ আমার মনে হয়েছে, এই গানটির অডিও এত বেশি মজবুত, তাতে করে আয়োজন করে ভিডিও করতে গেলে মূল গানটির আবেদন হারাবে। আমি ও সিএমভি সংশ্লিষ্টরা চাই, এই গানটি মানুষ চোখ বন্ধ করে শুনুক। কারণ এটা অনুভবের গান, দেখার নয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।