প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সালমা হায়েক হলিউডের প্রথম সারির তারকাদের একজন। অন্যদিকে ‘গেইম অফ থ্রোন্স’-এর বদৌলতে কিট হ্যারিংটনও এখন একজন আন্তর্জাতিক তারকা। এই কিটকে ঘিরেই সালমার ফ্যানগার্ল অবস্থার সৃষ্টি হয়েছে। মারভেল স্টুডিওসের আসন্ন ‘দি ইটারনালস’ চলচ্চিত্রে এই দুজন পাশাপাশি অভিনয় করবেন, আর তাই বিশ্বাস হচ্ছে না সালমার। গত সপ্তাহে হায়েক তার সোশাল মিডিয়া পেইজে হ্যারিংটনের সঙ্গে একটি যুগল ছবি প্রকাশ করেছেন। ছবিতে হ্যারিংটন (৩২) হায়েককে (৫৩) জড়িয়ে ধরে রেখেছেন। “আমি এখনও বিশ্বাস করতে পারছিনা জন স্নো’র সঙ্গে কাজ করছি! কিট তুমিও সেরা! ‘দি ইটারনালস’ ‘দি ইটার্নালস’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, রিচার্ড ম্যাডেন, কুমেল নানজিয়ানি, লরেন রিডলফ, ব্রায়ান টাইরি হেনরি, ব্যারি কিওয়ান এবং ডন লি। প্রথম জুলাই ১৯৭৬-এ প্রকাশিত জ্যাক কারবি-সৃষ্ট কমিককে চলচ্চিত্ররূপ দেবেন পরিচালক ক্লোয়ি ঝাও। এর কাহিনী এক মিলিয়ন বছর আগের দ্য সেলেসচিয়াল আর তাদের প্রতিপক্ষ ভিলেন-দল দ্য ডেভিয়েন্টদের নিয়ে। আগামী বছর নভেম্বরের ৬ তারিখে ‘দি ইটারনালস’ মুক্তি পাবে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।