রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড হতে হাজরাতলা সুইস গেট পর্যন্ত আট কিলো একশ মিটার সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়। গত রোববার বিকালে উপজেলা সদরের গাড়াকোলা চৌরাস্তা এলাকায় কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি মো. মঞ্জুর হোসেন। এরপর তিনি বলেন, ঠিকাদারের মাধ্যমে নির্মিতব্য কাজটি বুঝে নিতে স্থানীয়দের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।
এ সময় মধুখালী উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ইউএনও মো. মোস্তফা মনোয়ার, আ.লীগ সাধারণ সম্পাদক মো. রিজাউল হক বকু, জেলা পরিষদের সদস্য মির্জা আহাসানুজ্জামান আজাউল, আ.লীগ যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আট কোটি ৮১ লাখ ২৪ হাজার ১৩১ টাকা ব্যায়ে আরসিআইপি প্রকল্পটি বাস্তবায়ন করবে ফরিদপুর এলজিইডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।