Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে রেজুয়ান (৩০) নামক এক যুবককে সন্ত্রাসীরা দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। নিহত রেজুয়ান জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে। গত রোববার দুপুরে রেজুয়ান অটো রিক্সাযোগে পাঁচবিবি যাচ্ছিল। জিয়ার মোড় নামক স্থানে ৫/৬ জন যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে থাকে। এসময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সে মারা যায়। পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, রেজুয়ান জয়পুরহাট সদর থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ