বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ৪৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৩ জন ও ঢাকার বাইরে ৩১৮ জন।বর্তমানে ঢাকার হাসপাতালে এক হাজার ২৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ১৯৬ জনসহ মোট দুই হাজার ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছিল, সেপ্টেম্বরে এসে সেই হার কমেছে। যদিও আগস্টের মাঝামাঝি এসে সেপ্টেম্বরকে ডেঙ্গুর ‘পিকটাইম’ হিসেবে ধরা হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, সেপ্টেম্বরে বৃষ্টি হলে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করবে। কিন্তু সেপ্টেম্বরের তিন সপ্তাহ পার হওয়ার পরও দেখা গেলো, ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেনি। বরং ‘অনেকটা’ই নিয়ন্ত্রণের পথে বলেই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। গত ১ জানুয়ারি থেকে আজ (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৫ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৮৬ জন ও ঢাকার বাইরে ৩৯ হাজার ২ জন।
ভর্তিকৃত মোট রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৩ হাজার ৬৭ জন অর্থাৎ ৯৭ দশমিক ৪ শতাংশ রোগী সুস্থ হয়ে গেছেন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৫ হাজার ২৬১ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৩৭ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।