প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ ড্রিম গার্ল
২ সেকশন থ্রি সেভেন্টি ফাইভ
৩ ছিছোড়ে
৪ সাহো
৫ মিশন মঙ্গল
সেকশন থ্রি সেভেন্টি ফাইভ
অজয় বাহল পরিচালিত কোর্টরুম ড্রামা।
অঞ্জলি (মীরা চোপড়া) চলচ্চিত্র জগতে একজন কস্টিউম অ্যাসিস্ট্যান্ট। কিছু কস্টিউম দেখাবার জন্য সে পরিচালক রোহণ খুরানার (রাহুল ভাট) বাড়িতে যায়। একই সন্ধ্যায় অঞ্জলিকে ধর্ষণের অভিযোগে রোহণকে গ্রেফতার করা হয়। প্রমাণাদি পরীক্ষার পর ৩৭৫ ধারায় সেশন কোর্টে রোহণের ১০ বছরের সশ্রম কারাদন্ড হয়। মামলাটি উচ্চ আদালতে ওঠে। জনমতের বিরুদ্ধে গিয়ে দক্ষ আইনজীবী তরুণ সালুজা (অক্ষয় খান্না) বিবাদী পক্ষের দায়িত্ব নেয়। অন্যদিকে অঞ্জলির পক্ষে লড়বে সালুজার একসময়ের অধীনস্থ আইনজীবী হিরাল গান্ধী (রিচা চাদা) । শুধু জনতা নয় নিজের বাড়িতে পর্যন্ত বিরোধের মুখে পড়ে সালুজা। কিন্তু সে তার পথে হেঁটে প্রমাণ করবেই প্রতিটি কথিত অপরাধেরই দুই দৃষ্টিতে ব্যাখ্যা করা যায়। আবেগ দ্বারা প্রভাবিত না হলেও শুধু সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।