রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়ির দাতমারায় আ.লীগ ও ত্বরিকত ফেডারেশনের দ্বন্ধ-সংঘাতের জেরে এবার ত্বরিকত নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রথম ঘটনার পর থেকে দু’মাস ধরে তাদের দোকানে তালা লাগিয়ে রেখেছে আ.লীগ সমর্থকরা। এ যাবৎ ত্বরিকত নেতা-কর্মীরা এলাকাও যেতে পারছে না তাদের হামলার ভয়ে। গতকাল পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
অভিযোগে জানা যায়, স্থানীয় আ.লীগ সভাপতি মজু কোম্পানির অনুসারীরা ১০/১২টি মোটরসাইকেল মহড়া নিয়ে গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা নাগাদ ত্বরিকত কর্মী নুরুল ইসলাম বাবুল, হাশেম ও কালা জাহাঙ্গীরের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
হামলার ঘটনা জানতে পেরে পুলিশ ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় মামলা করতে চাইলেও গতকাল রোববার পর্যন্ত পুলিশ কোন মামলা নেয়নি বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। এছাড়া হামলাকারীরা বাড়ি ছাড়া ত্বরিকত কর্মীদের হেঁয়াকো বাজারস্থ ৩টি দোকানেও তালা লাগিয়ে রেখেছে দু’মাস ধরে। অথচ সব জেনেও পুলিশ রয়েছে নির্বিকারে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।