Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কামারখন্দে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্ত্রী হত্যার মামলায় স্বামী আমীরুল ইসলামকে (৫৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
তবে আমিরুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি উপজেলার কর্ণসুতী গ্রামের কোরবান মণ্ডলের ছেলে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মিহির বরণ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শামসুল আলম জানান, কামারখন্দের জামতৈল গ্রামের বেল্লাল মণ্ডলের মেয়ে ফরিদা খাতুনকে বিয়ে করেন আমিরুল ইসলাম। বিয়ের কয়েক বছর পর ফরিদাকে সন্তানসহ ঘরে রেখেই একই এলাকার শাহীনুর খাতুন নামে এক নারীকে বিয়ে করেন আমীরুল। এরপর থেকে প্রথম স্ত্রী ফরিদাকে শারীরিক ও মানসিক নির্যাতনের একপর্যায়ে ২০০২ সালের ৫ জুন পিটিয়ে আহত করেন তিনি। ওই মারধরে ফরিদার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ