Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির প্রসারের লক্ষ্যে জড়োয়া হাউজ এবং আইস টুডে’র যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। জড়োয়া হাউজ-এর পৃষ্ঠপোষকতায় ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস’ বাংলাদেশের ওয়েডিং রিটেইল, বিউটি, ওয়েডিং প্ল্যানিং, ফটোগ্রাফি ক্যাটারিং সেবাসহ ওয়েডিং ফ্যাশনের মুভার ও শেকারদেরকে একই ছাদের নিচে নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে। ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯’ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জড়োয়া হাউজের ডিরেক্টর ও জেমোলজিস্ট অভি রায়; আইস মিডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর নওশিন খায়ের হেমা ও ম্যানেজিং এডিটর তৌহিদুর রশিদ এবং আইস টুডে’র ফ্যাশন এডিটর গৌতম সাহা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। দেশের প্রথম ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সুরুচি ও আড়ম্বরপূর্ণ এবং পরিশীলিত ওয়েডিং এক্সপেরিয়েন্স প্রদানে এসময়ের সেরা নামগুলোকে স্বীকৃতি প্রদান করবে। আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.০০টায় লা মেরিডিয়ান ঢাকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডস’। অ্যাওয়ার্ডের প্রথম ক্যাটাগরি ফ্যাশন অ্যান্ড রিটেইলের অধীনে থাকছে সাব-ক্যাটাগরি বেস্ট ব্রাইডাল রিটেইল, বেস্ট ডিজাইনার: ফিমেল অ্যাটায়্যার, বেস্ট ডিজাইনার: মেল অ্যাটায়্যার এবং ডিজাইনার অব দ্য ইয়ার। দ্বিতীয় ক্যাটাগরি হলো বিউটি ইন্ডাস্ট্রি এবং এর সাব-ক্যাটাগরিগুলো হলো ট্রেন্ডসেটিং এন্টারপ্রাইজ ইন দ্য ইন্ডাস্ট্রি, ওয়েডিং লুক মেকার অব দ্য ডিকেড, এন্টারপ্রাইজ/ব্র্যান্ড উইথ মোস্ট রোবাস্ট গ্রোথ, ডেডিকেটেড হেয়ারকেয়ার ব্র্যান্ড এবং ব্রাইডাল মেকওভার। তৃতীয় ক্যাটাগরি হলো দ্য ইভেন্ট এবং এর সাব-ক্যাটাগরিগুলো হলো ভেন্যু ডেকোরেশন, ওয়েডিং প্ল্যানিং, বেস্ট ক্যাটারিং কো¤পানি এবং মোস্ট প্রেফার্ড ওয়েডিং ভেন্যু। চতুর্থ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে ফটোগ্রাফিতে এবং এর সাব-ক্যাটাগরিগুলো হলো ফটোগ্রাফার পার এক্সিলেন্স, প্রোডাকশন হাউজ অব দ্য ইয়ার, সিনেম্যাটোগ্রাফার এবং ওয়েডিং ফিল্ম অব দ্য ইয়ার। পঞ্চম ক্যাটাগরি হানিমুন ডেসটিনেশনের অধীনে রিসোর্টকে পুরস্কৃত করা হবে। ¯েপশাল অ্যাওয়ার্ডস-এর একটি ক্যাটাগরিও থাকছে। জমাকৃত নমিনেশন পেপারগুলো থেকে অ্যাওয়ার্ডের বিজয়ী বাছাই করার জন্য একটি বিশেষ জুরি বোর্ড গঠন করা হবে। অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো সম্ভাব্য হিসেবে নির্ধারিত এবং নমিনেশনের ক্ষেত্রে যেকোন পরিবর্তনের অধিকার আয়োজকদের হাতে সংরক্ষিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ