প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তানভীর মোকাম্মেলের নির্মাণাধীন সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’র শূটিং হবে রাজধানীর পুরাতন জেলখানায়। আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকার পুরনো কারাগারে শূটিং চলবে। বামপন্থী এক নেতার জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির পঁচানব্বই ভাগ শূটিং আগেই শেষ হয়েছিল। কেবল কারাগারের অভ্যন্তরের কিছু দৃশ্যের শূটিং বাকী ছিল। ঢাকার পুরনো কারাগারটি এতদিন খালি না থাকাতে বাকী শুটিং করা সম্ভব হচ্ছিল না। অনুমতি পাওয়ায় এখন শূটিং হবে। এখানে সিনেমাটির খাপড়া ওয়ার্ডের জেলহত্যার শূটিং হবে। সিনেমাটির চিত্রগ্রহণ করছেন মাহবুবুর রহমান খান। শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীত করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালনায় রয়েছেন রানা মাসুদ ও সগীর মোস্তফা। অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, উত্তম গুহ, রাজীব সালেহীন, মাসুম বাশার, আবদুল্লাহ রানা প্রমুখ। সিনেমাটি আগামী ডিসেম্বর মাসে রিলিজ পাবে বলে আশা করা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।