Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেটফ্লিক্সের সিরিজ প্রযোজনা করবেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পপ তারকা সেলেনা গোমেজ স্ট্রিমিং চ্যানেল নেটফ্লিক্সের জন্য একটি ডকু-সিরিজ প্রযোজনা করবেন। ‘লিভিং আনডকুমেন্টেড’ নামের এই সিরিজে আটটি অবৈধ অভিবাসী পরিবারের দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরা হবে। বিতাড়নের ঝুঁকির মুখেও এই পরিবারগুলো চলচ্চিত্র ইউনিটকে শুটিংয়ের সুযোগ দেবে। “সা¤প্রতিক সময়ে অভিবাসী খুব ঋণাত্মক শব্দে পরিণত হয়েছে দেখে আমি ‘লিভিং আনডকুমেন্টেড’সিরিজটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি,” গোমেজ বলেন। তিনি আরও বলেন : “আমার আশা এই সিরিজ দেখে দর্শকরা ধারণা পাবে সেই সব সাহসী মানুষের জন্য এই দেশে অনিবন্ধিত হিসেবে থাকার অভিজ্ঞতা কেমন।” এই সিরিজটিতে মার্কিন অভিবাসন ব্যবস্থার জটিল দিকগুলো দেখান হবে, যার কারণে অনিবন্ধিত পরিবারগুলো তাদের সেই স্বপ্ন পূরণ করতে কীভাবে হোঁচট খায় পদে পদে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন অ্যারন সেইডম্যান এবং অ্যানা চায়। “আমাদের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটিকে তুলে ধরার জন্য ‘লিভিং আনডকুমেন্টেড’ নির্মাণ করা হচ্ছে। তবে শুধু পরিসংখ্যান আর আইনের বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে সরাসরি অভিবাসীদের দিয়ে তাদের সমস্যা, অনুভূতি প্রকাশ করা হবে,” সেইডম্যান বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ