Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমি মনোনয়ন পেলেন রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য সময়টা এখন শুধু উদযাপনের। হবেই না বা কেন? নেটফ্লিক্সের অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য একজন অভিনেত্রীর সেরা পারফরমেন্স বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীত হলে সময় তো উদযাপনেরই। এছাড়া সা¤প্রতিক কালে তার দুই ফিল্ম ‘আন্ধাধুন’ আর ‘প্যাডম্যান’-এর ভারতীয় জাতীয় পুরস্কার তো রয়েছেই। ভক্তদের বিশ্বাস এমি পুরস্কার রাধিকার ভাগ্যেই আছে। এই মনোনয়নই প্রমাণ করল ভারতের সবচেয়ে দক্ষ অভিনেত্রীদের একজন তিনি। বলিউডেই নয় তিনি এখন হলিউডেও কাজ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রে তাকে নারী গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। এই চলচ্চিত্রে তিনি নুর ইনায়েত খান ওরফে নোরা বেকারের ভূমিকায় অভিনয় করবেন। নুর ছিলেন বিমান বাহিনীর একজন অয়্যারলেস অপারেটর। ফরাসী রেজিস্ট্যান্সকে সহায়তা করার জন্য স্পেশাল অপারেশন একজিকিউটিভের সদস্য হিসেবে তিনি নাৎসি অধিকৃত ফ্রান্সে প্যারাসুটে অবতরণ করেন। তিনি ছিলেন প্রথম মুসলিম বীর নারী। চলচ্চিত্রটি নির্মিত হবে শ্রাবণী বসুর লেখা ‘স্পাই প্রিন্সেস : দ্য লাইফ অফ নুর ইনায়েত খান’ অবলম্বনে। ফিল্মটি প্রযোজনা করবেন জাফর হাই এবং তাবরেজ নুরানি। রাধিকাকে আগামীতে বলিউডের ‘রাত আকেলি হ্যায়’ ফিল্মে নেওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে দেখা যাবে; ফিল্মটির কাজ স¤প্রতি লখনৌতে শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ