Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ফটিকছড়ি কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দু’পক্ষ অপ্রতিদ্বন্ধি থাকায় ট্রাইবেকারে নাজিরহাট পৌরসভা একাদশকে ৪-২ গোলে হারিয়ে ভূজপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। গতকাল ফটিকছড়ির ইউএনও মো. সায়েদুল আরেফিন সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, জেবুন নাহার মুক্তা, সহকারী কমিশার (ভূমি) মো. জানে আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দীন, ফটিকছড়ির মেয়র মো. ইসমাল হোসেন, নাজিরহাটের মেয়র এসএম সিরাজদ্দৌল্লাহ, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মো. বাকের, ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার প্রমুখ। শেষে দু’দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ