রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
গতকাল শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তকর্তা ও পৌর মেয়রকে নিয়ে শহরের খুলনা রোড মোড় থেকে এই অভিযান শুরু করেন।
এ সময় তিনি খুলনা রোডের মোড়ে বাড়ি বাড়ি যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।
একই সাথে তিনি খুলনা রোড মোড়ের সকল ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে বর্জ্য অপসারণ ও খুলনা রোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেন। তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দায়িত্বে দোকান-পাট, হোটেল-রেস্তাঁরা, কসাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।
জেলা প্রশাসকের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, সাতক্ষীরা মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরার এনডিসি স্বজল মোল্লা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শফিক উদ্দৌলা সাগর, ফারহা দীবা খান সাথী, জোৎস্না আরা প্রমুখ। অভিযান চলাকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শুধু প্রশাসন নয়, সকলকে এগিয়ে আসতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।