Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বরিশালের কলসকাঠী বন্দরে স্বর্ণের দোকানে গণডাকাতি

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৩৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বন্দরে বুধবার মধ্যরাতে স্বর্ণলংকারের দোকানে গণডাকাতি হয়েছে। ডাকাতরা বন্দরের ৬টি স্বর্ণালংকারের দোকান থেকে কমপক্ষে ৬০ ভরি স্বর্ণালংকার, শতাধিক ভরি রূপা ছাড়াও নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাত দলের প্রতিরোধ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বাকেরগঞ্জ থানার এএসআই মো. জসিম। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।  

বাকেরগঞ্জ থানার ওসি ইনেসপেক্টর আবুল কালাম সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে ২/৩টি স্পীডবোটে একদল দুর্বৃত্ত কলসকাঠী বাজারে পৌঁছে বাজারের নৈশ প্রহরীদের কাছে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। একপর্যায়ে নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে বাজারের সেবা ফার্মেসীতে আটকে রাখে দুর্বৃত্তরা। কলসকাঠী বাজার ডাকাতের কবলে পড়েছে খবর পেয়ে কাছাকাছি অবস্থানে টহলে থাকা একদল পুলিশ প্রতিরোধের চেষ্টায় বাজারে উপস্থিত হয়। দুবৃৃর্ত্তরা পুলিশ দলের প্রধান এএসআই জসিমের মাথায় পেছন থেকে রড দিয়ে আঘাত করে তাকে সহ অন্য পুলিশ সদস্যদেরও বেঁধে সেবা ফার্মেসীতে আটকে রাখে। 

বাজারের ব্যবসায়ীরা জানান, এরপরে ডাকাতরা নির্বিঘেœ লক্ষ্মী জুয়েলার্স, কলসকাঠী অলংকার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলংকার ভবন, সোনার গহণা ভবন সহ ৬টি স্বর্ণের দোকানে লুটতরাজ চালায়। 

ওসি আবুল কালাম জানান, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পরে অবশ্য কলসকাঠী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন গ্রেফÍার নেই। 

 

ewikv‡ji  KjmKvVx e›`‡i ¯^‡Y©i †`vKv‡b MYWvKvwZ

60 fwi ¯^Y©vjsKvi mn K‡qK jvL UvKv jyU  cywjk AvnZ

 

ewikvj ey¨‡iv/ ewikv‡ji ev‡KiMÄ Dc‡Rjvi KjmKvVx e›`‡i eyaevi ga¨iv‡Z ¯^Y©jsKv‡ii †`vKv‡b MYWvKvwZ n‡q‡Q| WvKvZiv e›`‡ii 6wU ¯^Yv©jsKv‡ii †`vKvb †_‡K Kgc‡ÿ 60 fwi ¯^Y©vjsKvi, kZvwaK fwi iƒcv QvovI bM` K‡qK jvL UvKv jyU K‡i wb‡q †M‡Q| WvKvZ `‡ji cÖwZ‡iva Ki‡Z wM‡q nvgjvq AvnZ n‡q‡Qb ev‡KiMÄ _vbvi GGmAvB †gv. Rwmg| Zv‡K AvksKvRbK Ae¯’vq cÖ_‡g ewikvj †k‡ievsjv ‡gwW‡Kj K‡jR nvmcvZv‡j Ges c‡i ¨ XvKvq wb‡q hvIqv n‡q‡Q| 

ev‡KiMÄ _vbvi Iwm B‡bm‡c±i Aveyj Kvjvg mvsevw`K‡`i Rvwb‡q‡Qb, eyaevi ivZ AvbygvwbK †`oUvi w`‡K 2/3wU ¯úxW‡ev‡U GK`j `ye„©Ë KjmKvVx evRv‡i †cuŠ‡Q evRv‡ii ˆbk cÖnix‡`i Kv‡Q wb‡R‡`i †Mv‡q›`v cywjk cwiPq ‡`q| GKch©v‡q ‰bk cÖnix‡`i nvZ-cv †eu‡a evRv‡ii ‡mev dv‡g©mx‡Z AvU‡K iv‡L `ye„©Ëiv| KjmKvVx evRvi WvKv‡Zi Ke‡j c‡o‡Q Lei †c‡q KvQvKvwQ Ae¯’v‡b Un‡j _vKv GK`j cywjk cªwZ‡iv‡ai †Póvq evRv‡i Dcw¯’Z nq| `ye„„Ë©iv cywjk `‡ji cÖavb GGmAvB Rwm‡gi gv_vq †cQb †_‡K iW w`‡q AvNvZ K‡i Zv‡K mn Ab¨ cywjk m`m¨‡`iI †eu‡a †mev dv‡g©mx‡Z AvU‡K iv‡L|

evRv‡ii e¨emvqxiv Rvbvb, Gic‡i WvKvZiv wbwe©‡Nœ j²x Ry‡qjvm©, KjmKvVx AjsKvi feb, KvbvB Kg©Kv‡ii ¯^‡Y©i †`vKvb, cvj AjsKvi feb, †mvbvi MnYv feb mn 6wU ¯^‡Y©i †`vKv‡b jyUZivR Pvjvq|

Iwm Aveyj Kvjvg Rvbvb, WvKvZ `‡ji m`m¨‡`i †MÖdZv‡i cywjwk Awfhvb Pj‡Q| c‡i Aek¨ KjmKvVx evRv‡i AwZwi³ cywjk †gvZv‡qb Kiv n‡q‡Q| Z‡e †kl Lei cvIqv ch©šÍ †Kvb †MÖdÍvi †bB| 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ