Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ০১

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৪ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল সহ একজন আটক হয়েছে। পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার শহরাই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৬০) বস্তায় করে বালতি, সিলভারের পাতিল নিয়ে নজিপুর অভিমূখে আসার পথে সুবরাজপুর মোড় এলাকায় পুলিশের সন্দেহ হলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ও ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান সহ সঙ্গিয় ফোর্স তাকে চ্যালেঞ্জ করে। এসময় তার কাছে থাকা বস্তা, বালতি ও সিলভারের পাতিল থেকে ১২০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে পুলিশ । এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক কৃত আসামী আজাহার আলী দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ২৫-বি-(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিলসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ