Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা করলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ২:২১ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, সম্প্রতি তার নাম ব্যবহার করে একটি আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

কিন্তু ভিডিওটি ভুয়া। আর সে জন্য দর্শক-ভক্তদের উদ্দেশ্য করে তিনি ওই স্ট্যাটাস দেন।

তিনি এতে আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তি সৃষ্টি করছেন।

আমার সব ফ্যান-ফলোয়ার ও সমর্থকদের কাছে আমার অনুরোধ- মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।’

এরই মধ্যে বিষয়টি নিয়ে মেহজাবীন আইনের শরণাপন্ন হয়েছেন বলেও জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন- আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।’

১০ বছর ধরে অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন মেহজাবীন চৌধুরী। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় বহু নাটক।

২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে পা ফেলেন এ গুণী শিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ