বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাতিল হলো ফরিদপুর জেলা বিএনপির কমিটি। গত ৪ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদের স্বাক্ষরিত চিঠিতে ফরিদপুর জেলা কমিটি বাতিল করা হয়।
কমিটি বাতিলের খবরে বিভিন্ন উপজেলায় তৃণমূল নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। হামলা-মামলা ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী জেলা বিএনপি হবে এমনটি আশা করছেন নেতাকর্মীরা।
এই বিষয়ে জিয়া পরিষদের সভাপতি আব্দুল হান্নান বলেন, সাবেক ছাত্রনেতাদের নিয়ে যারা ৯০‘এর এরশাদ বিরোধী গণআন্দোলনে যে সকল নেতাকর্মীরা মাঠে ছিল এবং এই ১০ বছর হামলা-মামলা নির্যাতনের শিকার হয়েছেন ওই সকল নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা উচিত।
সিনিয়র একাধিক নেতারা জানান, যারা অন্য দল থেকে এসে বিএনপি করছে এদেরকে যেন কমিটিতে কোন গুরুত্বপূর্ণ পদ এবং যারা ফরিদপুরে থাকে না এদেরকে কমিটিতে রাখা উচিত হবে না।
তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে কমিটিতে থাকার মতো আলোচনায় যারা আছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক জেলা বিএ পির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইসা, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন দিলা, আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, হামিদুল হক ঝন্টু, রাশিদুল ইসলাম লিটন, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি আলী আশরাফ নান্নু , সাবেক রাজেন্দ্র কলেজের ভিপি জসিম উদ্দিন মৃধা, এ একে কিবরিয়া স্বপন, মিরাজ হোসেন, কে এম জাফর ও কেন্দ্রীয় যুবদলের নেতা মাহাবুবুল হাসান পিংকু ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।