রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকেজোরবাড়িয়া কাচারী সড়কের ১২৬০ মিটার নতুন সড়ককার্পেটিংসহ নির্মাণ কাজে ব্যাপকঅনিয়মের অভিযোগে এলজিইডি’র নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর তদন্ত টিম সরেজমিনে তদন্ত করেছেন। দুই সদস্য বিকিষ্ট তদন্ত টিমের নের্তৃত্ব দেন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর উপ-সহকারী প্রকৌকলী নুরুল ইসলাম।
জোরবাড়িয়া কোনাপাড়া গ্রামের এনামুল হককাহিন পৌর কহরে নতুন পাকা সড়ক৭ক৪০ মিটার ও ৫ক২০ মিটার পুননির্মান কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদার এম/এম হৃদয় এন্টার প্রাইজের স্বত্তাধিকারীসহ প্রকল্প পরিচালকও দুদকেঅভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি’র একটি দুই সদস্য বিকিষ্ট তদ;ন্ত করে গেছেন। এ সময় পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া, পৌর প্রকৌকলী প্রদীপ কুমার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, অভিযোগকারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযোগের সূত্রে জানাগেছে, পৌরসভার প্যাকেজ আই উ আই ডি পি ২/ফুল/পি এল প্যাকেজের জোরবাড়িয়া কাচারি সড়কে১২৬০ মিটার সড়কেকাপেটিং বালু ভরাট, বালুখোয়া মিক্রণ ডাবিøউ বি এম ডেপথনেস যথাক্রমে দকইঞ্চির স্থলে ৬ ইঞ্চি,৬ ইঞ্চির স্থলে ৪ ইঞ্চি এবং ৬ ইঞ্চির স্থলে ৫ ইঞ্চি নির্মাণ করা হয়েছে। পৌরসভার প্রকৌকলী প্রদীপ কুমার বলেন, সংকিøষ্ট ঠিকাদারের আংকিকবিল নিয়ে গেছে ফাইনাল বিল এখনো দেয়া হয়নি।
এ ব্যাপারে তদন্ত টিমের প্রকৌকলী নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে নিম্মমানের মালামাল ও কাজে নানা ধরনের অনিয়মের সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।