রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদকছাড়, নইলে বিরামপুর ছাড়! বিরামপুর মাদকচোর কারবারীও সেবন কারীদের কড়া বার্তা দিয়ে শুরু হয়েছে মাদকনির্মূল অভিযান।
বিরামপুর থানা প্রকাসন ও কাটলা বনিকসমিতির উদ্যোগে বিরামপুর উপজেলাকেমাদকমুক্ত ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সচেতনতামূলককমসূচির অংকহিসাবে বিরামপুর কাটলা বাজরে একবনাঢ্য র্যালি বের হয়।
গতকাল রোববার বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান নেতৃত্বে মাদকবিরোধী র্যালিতে অংকগ্রহন করেন, কাটলা হউনিয়ানের চেয়ারম্যান নাজির হোসেন ও বনিকসমিতির সাধানর সম্পাদকসামসুল ইসলামসহ কত কত মানুষ। আলোচন সভায় বক্তাদের মুখে একটাই স্লোগান মাদকছাড়, না হয় বিরামপুর ছাড়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।