Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল শিক্ষক নিখোঁজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রূপগঞ্জে আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টার (৮৫) নামের এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। গত ৯ মে উপজেলার দাউদপুর ইউনিয়নের কামালকাঠি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন তাকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি।

আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টারের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার রামপুর এলাকায়। তার শশুর বাড়ি কামালকাঠি এলাকায় বসবাস করে গাজীপুরের টঙ্গী নওয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। রমজান আলী প্রধান জানান, আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টার তার সম্পর্কে ফুফা হয়। ফুফু মারা যাওয়ার পর থেকেই ফুফা শশুর বাড়িতেই বসবাস করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ