বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসা¤প্রদায়িক চেতনা ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ স¤প্রীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। গতকাল শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন পোরশা জামিয়া আরাবিয়া মাদরাসার পরিচালক শরিফুদ্দিন শাহ্ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দীন, স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক প্রমুখ।
মৌলভীবাজারে সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। গতকাল সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুমের সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিন, পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। মরহুমের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।