বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা শহরের নান্দুয়ালির কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে গতরাতে রমেন্দ্রনাথ কুন্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্বিতীয় স্ত্রী অনিতা দাশকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন রমেন্দ্রনাথ।
পুলিশ জানায়, রমেন্দ্রনাথ কুন্ডুর (৫৫) প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। পাঁচ মাস আগে তিনি অনিতা দাশ নামের এক নারীকে বিয়ে করেন। অনিতা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অস্থায়ী ভিত্তিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন।
অনিতা রোববার রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাসায় ফিরে শোবারঘরে রমেন্দ্রনাথ কুন্ডুর ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তিনি থানায় জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রমেন্দ্রনাথ কুন্ডুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নাগীরহাট গ্রামে। আশির দশক থেকে তিনি মাগুরার আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মাগুরার সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।