Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ ১ লাখ ১৪ হাজার ৮৬৭ যাত্রী ফিরেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট আজ সকালে শেষ হচ্ছে। গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত বিমান ও সাউদিয়ার সর্বমোট ৩৪৮টি হজ ফ্লাইট যোগে ১ লাখ ১৪ হাজার ৮৬৭ হাজী দেশে পৌঁছেছে। গত রাতে সাউদিয়ার ৭টি হজ ফ্লাইট ও বিমানের তিনটি হজ ফ্লাইট যোগে সব হাজীরা দেশে পৌঁছার কথা।

জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনাল থেকে ধর্ম মন্ত্রণালয়ের আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান সমন্বয়কারি কবির আল মামুন এতথ্য জানিয়েছে। বিমানের সর্ব শেষ হজ ফ্লাইট (বিজি-৩৬৭৬) ৪১৯ জন হাজী নিয়ে গতকাল শনিবার স্থানীয় সমর রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগের কথা। সাউদিয়ার সর্বশেষ হজ ফ্লাইট (এসভি-৩৮১৬) তিন শতাধিক হাজী নিয়ে গতকাল স্থানীয় সময় রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগের কথা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ