Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ উপহার দিতে’

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি বলেছেন, খেলাধূলাই পারে সুষ্ঠ, সুন্দর ও মাদক মুক্ত সমাজ উপহার দিতে। এ কারণে দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট চালু করেছেন।

তিনি গত শুক্রবার দাউদকান্দি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ৪৮তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমপির সহধর্মীনি মাহমুদা ভূইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, প্যানেল মেয়র রকিব উদ্দিন, প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ। ফাইনাল খেলায় দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় ২-১ গোলে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ