Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪৪ ধারা অমান্য করে দোকানঘর নির্মাণ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনের ১৬৪ নং চরভদ্রাসন মৌজার এসএ ১০১৪৯ নং দাগের পাঁচ শতাংশ জমিতে জোরপূর্বক দোকানঘর উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী রওশন আরার বিরুদ্ধে। যদিও এ অভিযোগ তিনি অস্বিকার করেছেন।

ওই জমির খরিদ সুত্রে মালিক দাবিদার ইউসুফ হাওলাদার জানান, সম্প্রতি ওই জমিতে রওশন আরা অবৈধভাবে দোকানঘর উত্তোলনের চেষ্টা করলে আদালতে স্মরণাপন্ন হই। গত ০৯ সেপ্টেম্বর আদালত ওই জমিতে স্থিতাবস্তার আদেশ দিলে থানা পুলিশ নোটিশ জারি করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ জানায়। তিনি অভিযোগ করেন, শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকার সুবাদে রওশন আরা স্থিতাবস্থা ভঙ্গ করে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছে। তিনি দাবি করেন, ওই জায়গা থেকে চারটি গাছ কেটে ফেলা হয়েছে।

যদিও রওশন আরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থিতাবস্থা জারিকরা জমিতে নয় আমি আমাদের জমিতে দোকান ঘর তুলছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ