রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আমলিতলা এলাকার ছোট ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের দু’পাশের রেলিং ভেঙে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের মানুষের।
সরেজমিনে দেখা যায়, কাঁচামাটিয়া নদীর উপর ১৯৯৮ সালে নির্মিত ফুট ব্রিজটির দু’পাশের রেলিং ভাঙা। আর একারণেই প্রতিনিয়তই ঘটছে ছোট খাট দুর্ঘটনা। বিশেষ করে উচাখিলা এলাকায় দুটি কলেজ, একটি মাদরাসা, দু’টি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কিন্ডার গার্টেন থাকায় প্রচুর শিক্ষার্থী এ ব্রিজের উপর দিয়ে সাইকেল ও অটোরিক্সা দিয়ে চলাচল করে থাকে।
এছাড়াও গ্রাম গুলো চরাঞ্চল অধ্যুষিত বিধায় প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয়ে থাকে। কিন্তু সেসব শাক সবজি বাজারজাতকরণের জন্য যানবাহন এ সরু ব্রিজ দিয়ে প্রবেশ করতে পারছে না। এই ব্রিজ দিয়ে রফিয়ার আলগী, আলাদিয়ার চর, নাওভাঙার চর, চরআলগী ও মরিচার চরের মানুষ চলাচল করে থাকেন। বিশেষ করে রাতের অন্ধকারে পথচারী ব্রিজের ওপর দিয়ে পারাপারের সময় ব্রিজ থেকে নিচে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
ভূক্তভোগী এলাকাবাসী সাইদুল হক সরকার জানান, সাম্প্রতিককালীন সময়ে রফিয়ার আলগী গ্রামের গরু ব্যবসায়ী আজিজুল হক ও আবুল কাসেম ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হন। ব্রিজটি দুপাড়ের মানুষের চলাচলের সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো নজরদারি নেই। এলাকাবাসীর দাবী জরুরি ভিত্তিতে ব্রিজটির সংস্কার হলে পথচারীদের চলাচল যেমন নির্বিঘ্ন হবে তেমনি কৃষকদের উৎপাদিত পন্য সামগ্রী পরিবহণের পথ সুগম হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়ার সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।