Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অভাবনীয় সাফল্য

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৪ এএম

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিদ্যুৎ মানুষের একটি অপরিহার্য প্রয়োজন। শহরের পাশাপাশি গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া বর্তমানের সরকারের একটি বিশেষ উদ্যোগ। যা বাস্তবায়ন করছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। পিছিয়ে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ সমিতির ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় অন্যান্য সরকারের আমলের গত ৩০ বছরের কার্যক্রমকে ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের মাত্র ১১ বছরের কার্যক্রম।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলায় ১৯৭৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে মোট ৫৫ হাজার ৫২ টি নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল। এছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ হয়েছে ৫টি, বিদ্যুৎ সুবিধাভোগী ৩৭ ভাগ, সিস্টেম লস ১৩.৫০ ভাগ, বিতরণ লাইন কিলোমিটার ৭৯৫টি।

অপরদিকে, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ উপজেলায় ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১ বছরে ৯৩ হাজার ৭শ’ ৩৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। যা বিগত সরকারের আমলের তুলনায় প্রায় দ্বিগুণ। এছাড়া ৫টি উপ-কেন্দ্র নির্মাণ হয়েছে, বিদ্যুৎ সুবিধাভোগী ৬৩ ভাগ, সিস্টেম লস ০৬ ভাগ। বর্তমানে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎবিহীন বাড়িঘর নেই বললেই চলে।
বর্তমানে বিদ্যুৎ সেক্টরে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে। এছাড়া এ উপজেলায় গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগ দিতে চালু করা হয়েছিল আলোর ফেরিওয়ালা নামে একটি প্রকল্প। যেখানে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা এলাকায় এলাকায় ভ্যান নিয়ে ঘুরে ঘুরে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন। এ আলোর ফেরিওয়ালা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
সাইফুল ইসলাম নামে এক গ্রাহক বলেন, বর্তমানে বিদ্যুৎ সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে। আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কিন্তু এখন আগের তুলনায় বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে গেছে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। বর্তমান সরকার স্বর্বস্তরের জনগণকে বিদ্যুৎসেবার আওয়তায় আনার লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া কার্যক্রম হাতে নিয়েছে। বর্তমানে রূপগঞ্জ উপজেলায় বিদ্যুৎবিহীন কোনো গ্রাম নেই। প্রতিটি গ্রামেই বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সেক্টরের উন্নত করতে নানা করম পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এখন বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। বিদ্যুৎ সেক্টরে আরো উন্নয়ন করতে সরকারের সাথে সবাইকে একসাথে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ