বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো এক আসামি ওসমান আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওসমান আলী সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত ফজলুল হকের পুত্র।
এর আগে বিভিন্ন সময়ে অপর ৪ জন আসামী রাসেল আহমেদ, শরিফুল ইসলাম ঘন্টু, আলী হোসেন ও সঞ্জু হোসেনকে পুলিশ গ্রেফতার করে ।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার ভোরে শহরের সিংগা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মামলার ৫ জন আসামীর সবাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে রাসেল আহমেদ ও আলী হোসেন নামের দুই আসামি গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
অপরদিকে, পাবনায় ধর্ষণের শিকার নারীর সাথে থানায় অভিযুক্তের বিয়ের ঘটনায় পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে পাবনা জেলা প্রশাসন বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজকে আহবায়ক করে ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারি পুলিশ সুপার ইবনে মিজান ও ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।