Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে দাওয়াত খেয়ে নারীর মৃত্যু অসুস্থ ৯৯

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সুনামগঞ্জ সদর উপজেলার সাদকপুর গ্রামের মৃত প্রাণেশ দাসের মেয়ের বিয়েতে খাবার খেয়ে বর-কনেসহ দু’পক্ষের কমপক্ষে ৭৭ জন লোক সিলেট, সুনামগঞ্জ ও দিরাই হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ২২ জন। এর মধ্যে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে গতকাল জলি রানী দেব (৩৫) নামের এক নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলি রানী দেব সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালির সঞ্জু দেবের স্ত্রী।

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে অন্তত ৪৫ জনকে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে কনের মা চন্দ্রা রানী দাস ও তাদের আত্মীয় বৃষ্টি রানী দাসকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার দিরাইয়ে ১৮ জন ও গতকাল ১৯ জন ভর্তি হয়েছেন এবং ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তিকৃতদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, সদর উপজেলার সাদকপুর গ্রামের মৃত প্রাণেশ দাসের মেয়ের সঙ্গে দিরাই উপজেলার ডাইয়ার গাঁও গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে মিহির দাসের সঙ্গে বুধবার বিয়ের দিন ধার্য ছিলো। বুধবার দিবাগত রাতে খাওয়ার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিয়ে বাড়িতে খাওয়া লোকজন অসুস্থ হয়ে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে আসতে শুরু করেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোশ দাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালে ভর্তিকৃতরা ফুড পয়জনে আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ