প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশে^র সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহআলম সরকারের লেখা ও সুর করা মা’কে নিয়ে একটি গানে গাইবেন সঙ্গীতশিল্পী শাহনাজ বেলী। গানের কথা হচ্ছে ‘হওনা তুমি রাষ্ট্রপতি মাকে দিলে কষ্ট, এই দুনিয়ার সব ইবাদত হবে তোমার নষ্ট’। গানের কথা শাহনাজ বেলী’র মনকে গভীরভাবে স্পর্শ করেছে। বেলী জানান, গানটির সঙ্গীতায়োজন করছেন সুমন কল্যাণ। এদিকে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা আধ্যাত্মিক গান ‘পাসপোর্ট খুইলা দেখোরে মন ভিসা আছে কয়দিনের’ গানটির সুর করেছেন বিশ^জিৎ রায়। এই গানটিরও শিগগিরই রেকর্ডিং হবে বলে জানান শাহনাজ বেলী। মা’কে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিলো মাকে নিয়ে একটি গান করার। অবশেষে শ্রদ্ধেয় শাহআলম সরকারের মা গানটি করতে যাচ্ছি। কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুমন কল্যাণ বেশ আন্তরিকতা নিয়ে সঙ্গীতায়োজন করছেন। আশা করছি, একটি ভালো গান হবে। আল্লাহর রহমতে আমার মা বাবা দু’জনই বেঁচে আছেন এবং ভালো আছেন। বিশে^র সকল মায়েদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি গানটি করছি। আর মা’কে নিয়ে গান করতে বিশেষ দিবসের প্রয়োজন হয়না। মা’তো মাই। মায়ের কোনই তুলনা নাই।’ এদিকে বেলী রাধা রমনের প্রচলিত, অপ্রচলিত দশটি গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, আজাদ মিন্টু ও রিপন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।