রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামে আমেনা নামের ১১ মাস বয়সের এক শিশু পানিতে ডুবে এবং একই উপজেলার দ্বারিয়াপুর-গোয়ালদা সড়কের মাদরাসার মোড়ে দু’টি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে কচির মৃধা (৪০) নামের এক যুবক নিহত হয়।
জানা যায়, নিহত আমেনা ঐ গ্রামের রূবেল মিয়ার মেয়ে। আমেনার মা তাসলিমা জানান, গত বৃহস্পতিবার সকালে আমেনাকে ঘরের বারান্দায় রেখে সে গৃহস্থলির কাজ করছিল। কাজ শেষে এসে দেখে সে নেই। খোজাখুজির পর না পেয়ে শ্রীপুর থানার জিডি করেন। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের ডোবায় আমেনার লাশ ভেসে ওঠে। তাকে শ্রীপুর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই উপজেলার দ্বারিয়াপুর-গোয়ালদা সড়কের মাদরাসার মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে কচির মৃধা নিহত হয়। সে দ্বারিয়াপুর বাজার থেকে ২ বছরের ছেলে ইসমাইলকে নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে অপর মোটরসাইকেল আঘাত করলে এ ঘটনা ঘটে। নিহত কচির মৃধা চৈৗগাছি গ্রামের দিলদার মৃধার ছেলে। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফিরোজ ফরিদপুর জেলার বালিয়াকান্দী উপজেলার জবরখোল গ্রামের বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।