Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনার ভাঙনে হুমকিতে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান

কমলনগর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দীর্র্ঘ তিন যুগের বেশি সময় ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ল²ীপুরের কমলনগর উপজেলা ক্রমে ছোট হয়ে আসছে। চরকালকিনি ও সাহেবেরহাট ইউনিয়নের সিংহভাগ এলাকা বিলীন। গত এক সপ্তাহে কালকিনির নাসিরগঞ্জ ও সাহেবেরহাট কাদিরপন্ডিতেরহাটের প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। এছাড়া চরফলকন, পাটওয়ারীরহাট ও চরলরেন্স ইউনিয়নের একতৃতীয়াংশ নদীতে চলে গেছে। ভাঙনের শিকার হাজার হাজার মানুষ দিশেহারা। ক্ষতিগ্রস্ত মানুষের দাবি ‘টেকসই বাঁধ তাদের একমাত্র বাঁচার অবলম্বন মনে করছেন’। উদ্ধাস্তু পরিবারগুলো দিক-বেদিক হয়ে পড়ছে। চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন যেসব এলাকায় উচু বেঁড়িবাঁধ ছিল তাও নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থদের মাথা গুজাবার ঠাঁইও মিলছেনা। এপর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তাঘাটসহ শত শত কোটি টাকার পোল, কালভার্ট, ব্রিজ, পাকা ঘর-বাড়ি, আধা পাকা ঘরসহ সাহেবেরহাট, তালতলি বাজার, লুধুয়া মাছঘাট, কটোরিয়া, বাত্তিরখাল, উড়িরচর মাছঘাটসহ কোটি কোটি টাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে চরফলকন চেয়ারম্যান বাড়ির দরজার জামেমসজিদ, মক্তব, সরকারি কমিউনিটি ক্লিনিক, ওবায়দুলহক চেয়ারম্যান বাড়ি ও তালুকদারবাড়িটিও বিলীন। বর্তমানে ভাঙনে দশ শিক্ষাপ্রতিষ্ঠান হুমকিতে এগুলো হলো-তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজগবন্ধু মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চরলরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজগবন্ধু সিনিয়র আলিম মাদরাসা, জগবন্ধু উচ্চবিদ্যালয়, চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলকন উচ্চবিদ্যালয় ও চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা চরম হুমকিতে।

সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের জানান, গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা বেড়ে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। আমরা এসকল ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বড় ধরনের বরাদ্ধ পেলে আরো বেশি সহযোগিতা করতে পারবো বলে তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমতিয়াজ হোসেন জানান, গত কয়েক দিনে মেঘননদীর যেখানে তীব্র ভাঙন দেখা দিয়েছে; সেখানে উপস্থিত হয়ে মানুষের খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ