বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদের অলংকারকাঠি গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পারভীন(৩৫) নামে এক গৃহবধুর শ্বাস নালীসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, অলংকারকাঠি গ্রামের মো. মাসুমের স্ত্রী পারভীন বাড়ীর পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই খানে বিদ্যুতের খুটি কাত হয়ে মাটিতে ঝুলে থাকা তারে জড়িয়ে সে গুরুতর আহত হন। ডা. মেহেদী বলেন, তার অবস্থা গুরুতর। শ্বাস নালীসহ মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সর্ব শেষ তথ্যে জানাগেছে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।