Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করা সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা হচ্ছে ।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
মাশরাফী বলেন, শুধু যুবক সমাজ নয়, আরো ছোট বয়সের ছেলেরাও এখন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারাও ধর্ষণের শিকার হচ্ছে, এসব ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের উৎসাহিত করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করছি। তারা যাতে এসব না করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ