Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ ছিছোড়ে
২ সাহো
৩ মিশন মঙ্গল
৪ বাটলা হাউস
৫ জাবারিয়া জোড়ি

ছিছোড়ে
নিতেশ তিওয়ারি পরিচালিত কমেডি ফিল্ম।
অনিরুদ্ধকে (সুশান্ত সিং রাজপুত) কলেজে বন্ধুরা আন্নি বলে ডাকত। কলেজ জীবনেই মায়ার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে তার প্রেম। বিয়েও হয়েছিল তাদের পরে ছাড়াছাড়ি। তাদের একমাত্র ছেলে রাঘবকে (মোহাম্মাদ সামাদ) নিয়েই সমস্যা ও কাহিনীর শুরু। প্রকৌশলের ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে চরম হতাশায় সে আত্মহত্যার চেষ্টা চালায়। চিকিৎসক জানায় তার অবস্থা শুরু শারীরিকভাবেই নয় মানসিকভাবেও শোচনীয়। তাকে বিস্মরণের আঁধার থেকে ফিরিয়ে আনতে হলে বিশেষ কৌশল গ্রহণ করতে হবে। অনুরুদ্ধ আর মায়া ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের হস্টেল জীবনের স্মৃতিচারণ শুরু করে ছেলের সামনে। এখানেই অনিরুদ্ধ মায়ার প্রেমে পড়ে আর সারা জীবনের বন্ধুত্ব হয় সেক্সা (বরুণ শর্মা), অ্যাসিড (নবীন পলিশেট্টি)ডেরেক (তাহির শাহ ভাসিন), বেবদা (সহর্ষ কুমার শুকলা) আর মামির (তুষার পাÐে) সঙ্গে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ