Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ ইট : চ্যাপ্টার টু
২ এঞ্জেল হ্যাজ ফলেন
৩ গুড বয়েজ
৪ ওভারকামার
৫ দ্য লায়ন কিং

ইট : চ্যাপ্টার টু
স্টিফেন কিংয়ের কাহিনী অবলম্বনে অ্যান্ডি মুশিয়েতি পরিচালিত হরর ফিল্ম ‘ইট : চ্যাপ্টার টু’। ‘মামা’ (২০১৩) এবং ‘ইট’ (২০১৭) মুশিয়েতি পরিচালিত চলচ্চিত্র।
পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন ওরফে ইট (বিল স্কার্সগার্ড) লুজার্স ক্লাবের সদস্যদের আতঙ্কের ফাঁদে ফেলেছিল ২৭ বছর হয়ে গেছে। দলের সদস্যরা এর পর ডেরি শহর ছেড়ে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রিচি (বিল হেডার) এখন স্ট্যান্ড-আপ কমেডিয়ান, বিল (জেমস ম্যাকঅ্যাভয়) হলিউডে সফল লেখক, বেন (জে রায়েন) সফল স্থপতি, এডি একজন অ্যাকাউন্ট্যান্ট, বেভ (জেসিকা চ্যাস্টেইন) স্বামীর হাতে নির্যাতিত এক নারী এডি (জেমস র‌্যানসোন) রিস্ক অ্যাসেসমেন্ট পেশায় জড়িত। মাইকই (ইসাইয়া মুস্তাফা) শুধু ডেরিতে রয়ে গেছে। পেনিওয়াইজ আবার আবির্ভূত হলে মাইক লুজার্স ক্লাবের সদস্যদের খবর দেয়। কৈশোরে তারা শপথ নিয়েছিল পেনিওয়াইজ ফিরে এলে তাকে মোকাবেলা করতে তারাও ফিরে আসবে।
কিন্তু পেনিওয়াইজের শক্তি ক্ষমতা আগের চেয়েও কয়েকগুণ, এবার কি তারা পারবে তাকে পরাজিত করতে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ