Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোসাইন (রা.)-এর আদর্শে কাজ করছে খেলাফত মজলিস

নরসিংদীতে আল্লামা ইসমাঈল নূরপুরী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


বাংলাদেশ খেলাফত মজিলস এর আমীল শাইখুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, হযরত হোসাইন (রাঃ) কারবালা প্রান্তরে নিজের জীবন ও স্বল্প দুধের শিশু আব্দুল্লাহ (আজগর) ও কিশোর কাসেম সহ প্রায় ৭০ জনের অধিক আহলে বাইয়াত কারবালার প্রাস্তরে পরিপূর্ণ দ্বীন প্রতিষ্ঠা, ন্যায়, ইনসাফ, সত্য প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন। আজ আমাদের মাঝে সেই ত্যাগ ও আদর্শ নেই। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার মাটিতে ন্যায়, ইনসাফ, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। হযরত হোসাইন (রাঃ) এর ত্যাগের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।
তিনি গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখা আয়োজিত ১০ মুহররম উপলক্ষে উপস্থিত বক্তৃতা, হামদ-নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দারুল কোরআন মাদরাসা ত্রিমোহনী পুটিয়ায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট শিল্প ও শিক্ষানুরাগী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন তেলিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আমান উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর নূর, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইলিয়াছ, নরসিংদী সদর উপজেলা সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল বাছেদ। বক্তব্য শেষে অতিথিগণ বিজযীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে শিবপুর আশরাফিয়া মাদরাসার ছাত্র ইব্রাহিম, দারুল কোরআন মাদরাসা পুটিয়া মাদরাসার ছাত্র আবু নাঈম, হামদ-নাতে প্রথম স্থান অর্জন করেছে জামেয়া মাহমুদিয়া মোহাম্মদপুরের ছাত্র আবদুল কাইয়ুম জামী, দ্বিতীয় স্থান অর্জন করেছে শিবপুর আশরাফিয়া মাদরাসার ছাত্র রাকিবুল হাসান, তৃতীয় স্থান অর্জন করেছে দারুল কুরআন মাদরাসা পুটিয়ার ছাত্র জাহিদুল ইসলাম।

 



 

Show all comments
  • হাবিব ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৪ পিএম says : 0
    হযরত মোহাম্মদ সাঃ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা উচিত নয়।
    Total Reply(0) Reply
  • হাবিব ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৫ পিএম says : 0
    হযরত মোহাম্মদ সাঃ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা উচিত নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ