Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০ সাল থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০ সাল থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী জানান, ইতোমধ্যে সরকার দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করার কাজ চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর এ অনুষ্ঠিত হবে।
আশা করা যায়, ২০২০ সাল হতে সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যোগ করেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট বিষয়ে করা নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে গ্রহণীয় অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।

 

কাগতিয়া দরবার শরীফে পবিত্র আশুরা মাহফিল আজ
বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া দরবার শরীফ কমপ্লেক্সে আজ বাদ জোহর থেকে ৬৭তম পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর পবিত্র খতমে কোরান, বাদ আছর বিভিন্ন দাওয়াত শরীফ, বাদ মাগরিব জিকির।
বাদ এশা শোহাদায়ে কারবালা শীর্ষক তকরির, মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত এবং তাবাররুক বিতরণ।
এতে সকল আশেকে রাসূল ধর্ম পরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ