বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ৪৫ একর সরকারি জমি খালেদা জিয়ার পরিবারকে বরাদ্দ দেয়ার বিষয়ে আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল রোববার দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে এসি (ল্যান্ড) আরিফুল ইসলাম আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আপিল বিষয়ক নথি প্রস্তুতের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকারের পক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ আপিলের নথি প্রস্তুত করছেন বলে জানা গেছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, দিনাজপুর সদরের অদূরে ‘মাতাসাগর দিঘি’ একটি ঐতিহাসিক প্রত্মতাত্তি¡ক নির্দশন। সপ্তদশ শতাব্দীতে এ অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন সুখদেব। মুঘল সম্রাট আওরঙ্গজেব তাকে ১৬৭৭ সালে ‘মহারাজা’ উপাধিতে ভূষিত করেন। সুখদেব প্রজাদের পানির কষ্ট দূর করতে দিঘিটি খনন করে তার মাকে উৎসর্গ করেন। এ কারণে নাম হয় ‘মাতাসাগর দিঘি’। এটির সর্বশেষ দখলভোগকারী ছিলেন, মহারাজা স্যার গিরিজা নাথ রায় বাহাদুর কেসিআই’র ছেলে মহারাজ জগদীশ নাথ রায়। ৪৫ একর জমির ওপর অবস্থিত দিঘিটি বাংলাদেশ সৃষ্টির পর রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত হয়। এ সম্পত্তিটি পরে খালেদা জিয়ার পিতা এসকান্দার মজুমদারের নামে বরাদ্দ দেখিয়ে তার নামে রেকর্ডভুক্ত হয়। পরে ওই সম্পত্তিতে ‘দিনাজপুর লাইভ স্টক অ্যান্ড পোলট্টি ফার্ম’ স্থাপন করে খালেদা জিয়ার পরিবার। আশির দশকে এ সম্পত্তির বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণ করা হয়। ঋণ খেলাপি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে কোম্পানির শেয়ার বিক্রি করে দেয়া হয় সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এবং তার ভাই মিজানুর রহমানের কাছে। তারা কোম্পানির শেয়ার খরিদের ভিত্তিতে সম্পত্তিটিরও মালিকানা দাবি করে নামজারি করতে দেন। কিন্ত তৎকালিন জেলা প্রশাসন বাধ সাধে। এ নিয়ে মিজানুর রহমান মামলা করলে ২০০৫ সালের ১১ এপ্রিল দিনাজপুর জেলার তৎকালিন যুগ্ম ও জেলা দায়রা জজ (পরবর্তীতে আইন সচিব) আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক খালেদা জিয়ার পরিবারের পক্ষে আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০০৯ সালে আপিল করে সরকার। ১০ বছর ধরে আপিলটি শুনানির জন্য অপেক্ষমান ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।