Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মংলায় সমাবেশ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মংলা প্রেসক্লাবের সভাপতি ও শিপিং ব্যবসায়ী এইচ এম দুলালের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্র ও উদ্দেশ্যমুলকভাবে দায়ের করা ‘সাজানো’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার বেলা ১১ টার দিকে শহরের শেখ আঃ হাই সড়ক এলাকায় ‘আমরা মোংলাবাসী’র ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী, পুরুষ, শিশু এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন এবং মিথ্যা মামলা দায়েরের ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তারা দাবি করেন অবিলম্বে এইচ এম দুলালের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারসহ ঘটনার মুল নায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুকে গ্রেফতার করতে হবে ।তা না হলে সাংবাদিক ও বন্দর শ্রমিকসহ নানা পেশার লোক কর্ম বিরতি পালনসহ নানা কর্মসুচি পালনের হুমকি দেন। এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বন্দরের শ্রমিক নেতা জাহাঙ্গীর সরদার, বাবুল সরদার, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এরশাদুজ্জামান সেলিম,সাংবাদিক মনিরুল হায়দার ইকবাল, আহসান হাবিব হাসান, হাসান গাজী, এম এ মোতালেব, শেখ মোঃ নূর আলম, মংলা ইমান পরিষদের নেতা মাওলানা তানভীর আহম্মেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ