Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় জেএমবি ও জামায়াত-শিবিরের নেতাসহ ৮৬ জন গ্রেফতার

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫জন জেএমবি সদস্য এবং ৮জন জামায়াত শিবিরের নেতা সহ বিভিন্ন মামলার ৮৬ জন গ্রেফতার হয়েছে। বগুড়া পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য শহীদুল ইসলাম ওরফে মোসাদ্দের ওরফে মিজুকে (২৮), শেরপুর উপজেলা থেকে একরামুল হককে (২৮) ধনুট উপজেলা থেকে ও গোলাম মোস্তফা ঝুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশকে (২৬) গাবতলী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জামায়াতে ইসলামের ইউনিয়ন আমির মো. শাহিনুর ইসলাম (৪০), শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের সাবেক আমির মো. মোজাহার আলী (৫০), শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদকে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের সহ বিভিন্ন মামলায় মোট ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ