Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিদ্যুৎ অফিসের কর্মচারীদের মারপিট, আটক ৪

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর ও কর্মচারীদের মারপিটের অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে। এরা হলো লিটন (২৪),সাইফুল (৩০), আব্দুল আজিজ (৩৪) ও সাগর (২৭)। এরা সবাই শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা। শহরের সাতমাথা এলাকায় বগুড়া বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের দায়িত্ব পালনকারী মামুনুর রশিদ জানান , রোববার সকাল আনুমানিক ১০টায় তিনি ও তার সহকর্মী লাকি আখতার অফিসে বসে কাজ করছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেল যোগে ৮/১০জন যুবক বিদ্যুৎ অফিসে প্রবেশ করে অভিযোগ কেন্দ্রে তাদের দুজনকে মারপিট শুরু করে। এ সময় ওই যুবকরা অফিসের টেলিফোন সেট ভেঙ্গে ফেলে। খবর পেয়ে অন্যান্য কর্মচারীরা অফিসের মূল ফটক বন্ধ করে দেয়। অন্যান্যরা পালিয়ে গেলেও তারা ওই ৪জনকে ধরে ফেলে । পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। হামলাকারীদের ৩টি মোটরসাইকেলও পুলিশ নিয়ে যায়।
হামলার কারণ সম্পর্কে জানা যায় , শহরের নাটাইপাড়া এলাকায় শনিবার দিবাগত রাত ১১টায় একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এব্যাপারে অভিযোগ করা হলেও বিদ্যুৎ বিভাগের পক্ষে রাতে ওই ট্রান্সফরমার লাগানো সম্ভব হয়নি। রোববার যখন সকালে ট্রান্সফরমার মেরামতির কাজ শুরু হলেও রাতেই কেন ট্রান্সফরমার লাগানো হলো না এই রাগের বশবর্তী হয়েই তারা হামলা ও মারপিটের ঘটনা ঘটায়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, বিদ্যুৎ অফিসে হামলা ও মারপিটের ঘটনায় ৪জনকে আটক করা এব্যাপারে হয়েছে। তবে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ