রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দির উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজারের পুরানো হাইওয়ে রোড হতে চন্দন সাহার বাড়ি হয়ে অজিত সাহার বাড়ি পর্যন্ত আনুমানিক ১ কিলোমিটার লাখীপুর গ্রামের সড়কটি দীর্ঘদিন খানাখন্দে থাকার কারণে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
সড়কটির একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের কিছু কিছু অংশে ইট পেতে দেয়া হলেও সেগুলো ওঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে সিএনজি, অটোরিক্সা, ভ্যান, ছাড়াও অন্য কোন যানবাহন চলাচল করে না। সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমে। এসব যানবাহনও চলাচল করতে পারে না। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সড়কটি দ্রæত পাকাকরনের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দশ গ্রামের ২০ হাজার মানুষ চলাচল করে। দিনে যানবাহন চলাচল করলেও রাতে এ রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করে না।
এই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক সজল মেম্বার ইনকিলাবকে জানান, দাউদকান্দি এলজিইডি অফিসে বারবার চেষ্টা করা সত্তে¡ এ রাস্তা নির্মাণ করতে পারিনি। লাখীপুর গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা চন্দন সাহা জানান, এ রাস্তায় চলাচলের সময় এলাকাবাসী রিকশা থেকে পড়ে প্রতিদিন হাতে পায়ে ব্যাথা পাচ্ছে।
লাখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, এ রাস্তার কারণে আমার স্কুলের শত শত শিক্ষার্থী আসার-যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আহসান আলী জানান, এ সড়কটি নির্মানের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।