Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীত থেকে বিদায় নিচ্ছেন ফেরদৌস ওয়াহিদ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দেশের জনপ্রিয় পপসঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ গান থেকে বিদায় নিচ্ছেন। আগামী বছরের ৩১ ডিসেম্বর সঙ্গীতকে বিদায় জানাবেন তিনি। সঙ্গীত থেকে কেন বিদায় নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ফেরদৌস ওয়াহিদ বলেন, অনেক তো হলো, আর কত! মানুষ আমাকে ছুঁড়ে ফেলার আগে নিজ থেকেই সরে দাঁড়াচ্ছি। তবে বিদায়ের আগে ২২টি গান প্রকাশ করবো। সবগুলো গানই তৈরি। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গানগুলো একটি একটি করে প্রকাশ করবো। গানগুলো স্টুডিও ভার্সন ভিডিওতে হাবিবের এবং আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। তিনি আরও বলেন, ২২টি গানের মধ্যে ১২টি নতুন এবং ১০টি পুরনো গান রয়েছে। নতুন গানের মধ্যে রয়েছে- মাধুরী, রোদের বুকে, দি লায়লা, করলি পুড়িয়া ছাই প্রভৃতি উল্লেখযোগ্য। পুরনো গানের মধ্যে রয়েছে, মামুনিয়া, আগে যদি জানতাম, এমন একটা মা দে না, তুমি-আমি যখন একা ইত্যাদি। নতুন প্রজন্মের শ্রোতাদের কথা চিন্তা করে বিদায়ের আগে গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। মনে করছি, এখনই বিদায় নেয়ার সময় হয়েছে। এ জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই। শ্রোতা-দর্শকরা আমাকে যা দিয়েছে, তা পরিশোধ করা এ জীবনে সম্ভব নয়। কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে পপসঙ্গীতে ঝড় তুলেছিলেন ফেরদৌস ওয়াহিদ। তার অসাধারণ গায়কী শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখে। এখনও তার গান শুনে শ্রোতারা আন্দোলিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ