Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ান্ত করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার বিশ্লেষণ চূড়ান্ত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের সম্ভাব্য তালিকা ইতোমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন হলেই এটি ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া গেলে আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। বিচারক বোর্ডের সদস্য পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, এবার ২০১৭ ও ২০১৮ বর্ষের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের তরফ থেকে কাজ শেষ। এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর শিডিউল মিললে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। চলচ্চিত্র বিভাগ ১-এর দায়িত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম জানান, এখনও বেশ কিছু কাজ বাকি। এগুলো মন্ত্রিপরিষদের স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। সেখান থেকে অনুমোদন মিললেই প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। এরপর পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।এদিকে জানা যায়, বিচারকরা প্রত্যেকটি পদের জন্য তিন জনের নাম সুপারিশ করেছেন। চূড়ান্ত ঘোষণায় সর্বাধিক সুপারিশ পাওয়া তারকারা পুরস্কার পাবেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথম প্রদান করা হয় বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন পর্যন্ত ৪১ বার এ পুরস্কার দেয়া হয়েছে।



 

Show all comments
  • Alamin ahmad ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৩ এএম says : 0
    এবারের ঈদের ছবি দেখে একটুকু আনন্দ পেলাম না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ