Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল আইতে পুনঃপ্রচার হবে ৫১ বর্তী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চ্যানেল আইয়ের এক সময়ের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’ আবারও স¤প্রচার শুরু হচ্ছে। চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ধারাবাহিকটি চ্যানেল আই-এর পর্দায় দেখানো হবে এইচডি-তে। টেলিভিশনের দর্শকদের কাছে ‘৫১ বর্তী’ খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ছিল। আনিসুল হকের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একটি যৌথ পরিবারের গল্প ‘৫১ বর্তী’। একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের জীবনচিত্র, সুখ-দুখঃ, হাসি-কান্না ফুঠে উঠেছে এ নাটকে। যা সাধারণ মানুষের প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ। প্রচার শুরু হবে ৯ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ